খেলা ডেস্ক
জুন ০৬, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২১
০৮:০৩ অপরাহ্ন
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে জার্মানি শিরোপা জয় করেছে। রবিবার (৬ জুন) রাতে স্লোভেনিয়ার রাজধানী লুবলজানায় স্টোইস স্টেডিয়ামে মাঠে লুকাস মেকার করা একমাত্র গোলে জয় পায় দলটি।
টানা তৃতীয় ফাইনাল খেলা জার্মানি দ্বিতীয় শিরোপা জয় করে নেয়। তৃতীয়বার ফাইনাল খেলা পর্তুগালের কাছে অধরাই থেকে যায় শিরোপা।
২০১৭ সালের ফাইনালে স্পেনকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা জয় করে জার্মানি। ২০০৯ সালে তারা টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৯ সালের ফাইনালে আগেরবারের প্রতিপক্ষ স্পেনের কাছে শিরোপা হারায় দলটি। ফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ডেনমার্ককে ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারায় জার্মানি।
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনবার খেললেও শিরোপা জেতা হয়নি পর্তুগালের। ১৯৯৪ সালে ফ্রান্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অতিরিক্ত সময়ে একমাত্র গোলে স্পেনের কাছে হারে পর্তুগাল। ২০১৫ সালে চেক রিপাবলিকে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলে দলটি। টাইব্রেকারে সুইডেনের কাছে হেরে শিরোপাবঞ্চিত থাকে পর্তুগাল। গত রাতের ফাইনালের জার্মানির কাছে হেরে শিরোপা জয়ে অপেক্ষা আরও দীর্ঘ করল পর্তুগাল।
এই টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে অতীত রেকর্ডও এগিয়ে ছিল পর্তুগাল। এর আগে এই টুর্নামেন্টে ২০১৫ সালের সেমিফাইনালে জার্মানিকে ৫-০ গোলে, ২০০৬ সালে গ্রুপপর্বে ১-০ গোলে ও আগেরবার ২০০৪ সালে গ্রুপপর্বে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। গত রাতের ফাইনালের আগ পর্যন্ত এই টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় পর্তুগালকে হারাতে পারেনি জার্মানি। পর্তুগালের বিপক্ষে পাওয়া একটি জয়েই ইউরো সেরা হয়ে যায় জার্মানি।
আরসি-০৭