খেলা ডেস্ক
জুন ০৭, ২০২১
০৬:২০ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২১
০৬:২০ অপরাহ্ন
লিওনেল মেসিকে বলা হয়ে থাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সে তুলনায় ভারতের সুনীল ছেত্রীকে নিয়ে আলোচনা তো তেমন হয়ই না। অবশ্য এটিই স্বাভাবিক। ফুটবল দক্ষতায় মেসির সঙ্গে কোনো তুলনা চলে না ভারতীয় অধিনায়কের।
তবে একটা জায়গায় কিন্তু ঠিকই আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়িয়ে গেছেন ছেত্রী। সেটিও কি না বাংলাদেশের বিপক্ষে গোল করে। মেসির চেয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে বেশি গোলের মালিক সুনীল ছেত্রী।
বাংলাদেশের বিপক্ষে গতকাল সোমবার বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামার আগে ভারতীয় অধিনায়কের গোলসংখ্যা ছিল ৭২টি। এই ম্যাচে দুই গোল করে তার গোল এখন ৭৪টি। অন্যদিকে মেসির আর্জেন্টিনার জার্সিতে গোল ৭২টি।
মেসির চেয়ে ম্যাচও কম খেলেছেন ছেত্রী। ভারতীয় অধিনায়ক যেখানে ১১৬ ম্যাচ খেলে করেছেন ৭৪ গোল, মেসির ৭২ গোল করতে খেলতে হয়েছে ১৪৩ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার তালিকায় প্রথম নামটিও অবশ্য খুব বেশি পরিচিত নয়।
ইরানের ফুটবলার আলি দায়ীই ১৪৯ ম্যাচে ১০৯ গোল করে তালিকার শীর্ষে আছেন। অবশ্য তার কাছাকাছি পৌঁছে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৭৪ ম্যাচে ১০৩ গোল তার। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও পর্তুগিজ তারকা। তালিকার তৃতীয় স্থানে আছেন একজন মালেশিয়ান ফুটবলার। ১৪২ ম্যাচে ৮৯ গোল করে তিনে আছেন মুক্তার ধেরাই। ৮৫ ম্যাচে ৮৪ গোল করে তালিকার চতুর্থ স্থানে আছেন হাঙ্গেরীর ফ্রেন্স পুসকাস। ১১১ ম্যাচে ৭৯ গোল করে পঞ্চম স্থানে রয়েছেন জাম্বিয়ার গডফ্রে চিতালু।
এএন/০১