লাটভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি

খেলা ডেস্ক


জুন ০৮, ২০২১
১২:১০ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
১২:১০ অপরাহ্ন



লাটভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি


লাটভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রীতি ম্যাচে দলটিকে নিয়ে যেন ছেলেখেলা করল জার্মানরা। প্রতিপক্ষকে কোন দয়া মায়াই দেখাল না জোয়াকিম লো বাহিনী। ম্যানুয়েল নয়্যারের শততম ম্যাচটা জয় দিয়ে রাঙাল সতীর্থরা। 

ডুজেলড্রফে ম্যাচের আগে সাজ সাজ রব। দু'দলের খেলোয়াড়রা উঠে আসলেও, নেই একজন। অবশেষে সবার সঙ্গে হাত মেলাতে মেলাতে মাঠে ঢুকলেন তিনি। গ্যালারিতে উপস্থিত তিন দর্শকের গায়ের টি-শার্ট দেখে বুঝা গেল কেন এত আয়োজন। এটা যে ম্যানুয়েল নয়্যারের শততম ম্যাচ জার্মান জার্সিতে।

ম্যাচের ১৯ মিনিটে বাম প্রান্তের সীমানা লাইন থেকে হাভার্টজের বাড়ানো পাসে গোলমুখের দরজা খোলেন গোজেন্স। গোল খেয়ে কিছু বুঝে উঠার আগেই আরও একবার ব্যবধান বাড়ায় জার্মানি। ২১ মিনিটে স্কোরশিটে নাম লেখান গুন্দোয়ান।

একের পর এক আক্রমণে তটস্থ লাটভিয়া যখন নিজেদের গুছিয়ে উঠার চেষ্টায় তখনই মুলারের শটে আবারো ছত্রখান ওজোলস। ৩-০'তে এগিয়ে জার্মানি।

বিরতির আগে আরও দু গোল পায় ডাইম্যানশেফটরা। ৩৯ মিনিটে কাইল হাভার্টজের শটটা জালে জড়ানোর ঠিক আগে ক্লিয়ার করতে গিয়েছিলেন এক ডিফেন্ডার। কিন্তু ওজোলসের গায়ে লেগে হয় ৪-০। আর বাঁশি বাজার ঠিক আগ দিয়ে স্কোর করেন গ্যানাব্রি।

দ্বিতীয়ার্ধ্বের শুরুতে আবারো জার্মান অ্যাটাক লাটভিয়ার ওপর। জসুয়া কিমিচের পাস থেকে স্কোর শিটে নাম লেখান টিমো ওয়ের্নার। ৬-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর প্রায় ২৫ মিনিট গোল পাচ্ছিল না হামেলস-মুলাররা। এর মধ্যে ৭৫ মিনিটে প্রতি আক্রমণে গোল করে বসেন সেভেলিভস। শততম ম্যাচে ক্লিন শিট না রাখতে পারার হতাশা তখন নয়্যারের দেহ ভঙ্গিমায়। 

সতীর্থের মনঃকষ্ট অবশ্য বাড়তে দেননি লিরয় সানে। পরের মিনিটেই দলের হয়ে ৭ম গোলটি করেন তিনি। আর‌ও একবার সেভেনআপের আনন্দে ভাসে জার্মান শিবির। ৭-১ গোলের বিশাল জয়ে ইউরোর প্রস্তুতি সারে জার্মানরা।

এএন/০৫