নেইমার নৈপুণ্যে ব্রাজিলের ছয়ে ছয়

খেলা ডেস্ক


জুন ০৯, ২০২১
১১:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৯, ২০২১
১১:২৭ পূর্বাহ্ন



নেইমার নৈপুণ্যে ব্রাজিলের ছয়ে ছয়


নেইমার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে ব্রাজিল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচের সবকটি জিতেছে দলটি। নেইমারের গোল আর ব্রাজিল জয় যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়েই দাঁড়িয়েছে। আজ বুধবার সকালে আরও একবার এ দৃশ্যের অবতারণা ঘটল। নেইমারের গোলের পর লুকাস পাকেতার লক্ষ্যভেদে ব্রাজিল ২-০ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে। তুলে নিয়েছে বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ জয়। এর ফলে সেলেসাওরা রইল দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষেই।

প্যারাগুয়ের মাঠ এস্তাদিও দেফেন্সোরেস দেল চাকোয় নেইমার গোলটা পেয়েছিলেন ম্যাচের শুরুতেই। গোল পেয়েই থেমে থাকেননি তিনি। সতীর্থে তাতে টানা দ্বিতীয় ম্যাচে পিএসজি তারকা বনে গেলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের নায়ক। এর আগে ইকুয়েডরের বিপক্ষে গোল করে, সতীর্থ রিশার্লিসনকে দিয়ে করিয়ে বনেছিলেন ম্যাচসেরা।

এই জয়ের ফলে ৬ ম্যাচে দলটির ১৮ পয়েন্ট। দুইয়ে থাকা আর্জেন্টিনার সমান ম্যাচে পয়েন্ট ১২।

এএন/০৬