ক্রীড়া প্রতিবেদক
জুন ০৯, ২০২১
১০:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২১
১০:৪৬ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অনুর্ধ্ব-১৭ ফুটবল দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই আগামীকাল বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার অনুষ্ঠিত হবে।
নগরের শাহী ঈদগাহ এলাকাস্থ কালাপাখর মাঠে প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে সিলেট সিটি করপোরেশন এলাকায় অবস্থানকারী অনুর্ধ্ব-১৭ বয়সের (বালক) খেলোয়াড়রা অংশ নিতে পারবে।
বাছাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কমিটির সদস্য কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর কুলসুমা বেগম পপি ও সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান।
আগ্রহী খেলোয়াড়দের সিলেট সিটি করপোরেশন ফুটবল দলের (অনুর্ধ্ব-১৭) ম্যানেজার রুবেল আহমদ নান্নু’র নিকট উল্লেখিত মাঠে যথাসময়ে বয়স প্রমানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রিপোর্টিং করার জন্য অনুরোধ জানানো হয়।
এএন/০৮