খেলা ডেস্ক
জুন ০৯, ২০২১
১১:২১ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২১
১১:২১ পূর্বাহ্ন
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে একাদশ সাজাতে বিপারে পড়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। হলুদ কার্ডের কবলে পড়ায় ওমানের বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক জামাল ভূঁইয়াসহ তিন ফুটবলার। অপর দু'জন হলেন- রহমত মিয়া ও বিপলু আহমেদ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়দের নিষেধাজ্ঞা ও চোটের বিষয়গুলো নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চোট পেয়ে সোহেল রানা আগেই মাঠের বাইরে চলে যান। তাই গোলরক্ষকদের বাদ দিলে বাংলাদেশ দলে ফিট খেলোয়াড় মাত্র ১৬ জন। তাদেরকে নিয়েই ওমানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
বাছাই চলাকালে দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। জামাল ভারতের বিপক্ষে দুই ম্যাচে এবং রহমত ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে ও ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কার্ড পান। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে বিপলুর ভাগ্যেও জুটেছিল হলুদ কার্ড। তিনি আরেকটি কার্ড পেয়েছিলেন প্রাক-বাছাইপর্বে।
আগামী ১৫ জুন জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী ওমানকে মোকাবিলা করবে বাংলাদেশ। দুদলের প্রথম দেখায় নিজেদের মাঠে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছিল ওমান। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট ২।
এএন/০৯