শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই

ক্রীড়া প্রতিবেদক


জুন ১১, ২০২১
০২:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২১
০৩:৩১ অপরাহ্ন



শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই
রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইতালি ও তুরস্ক


আজ রাতে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ইতালির রোমে বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও তুরস্ক। আগামীকাল শনিবার থেকে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়বে খেলা। এবারই প্রথম ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ১১টি শহরে আয়োজন করা হয়েছে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৬০ বছর পূর্তি উদ্যাপন করতে গত বছর নানা আয়োজন করতে চেয়েছিল উয়েফা। এ কারণে ২০১২ সালে মিশেল প্লাতিনি ঘোষণা দিয়েছিলেন আজকের এই উয়েফা কাপের। আয়ারল্যান্ডসহ ১২টি শহরে ৫১টি ম্যাচ হওয়ার কথা ছিল। করোনা মহামারীতে সেটি আর হয়নি। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের ডাবলিনকে দর্শক বিবেচনায় বাদ দেওয়া হয়। স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে ২৫ শতাংশ দর্শক খেলা দেখতে পারে এমন পরিকল্পনায় বাদ পড়ে আয়ারল্যান্ড।

২৪টি দল ৬টি গ্রুপে লড়াই করবে। প্রতি গ্রুপে চারটি করে দেশ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপ দ্বিতীয় রাউন্ডে উঠবে। সেই সঙ্গে গ্রুপের সেরা চার তৃতীয় স্থান পাওয়া দল নিয়ে ১৬ দল খেলবে শেষ ষোল পর্বে। নকআউট পর্বে খেলবে। গ্রুপ পর্বের সব খেলা শেষে কোনো দলের পয়েন্ট এবং অন্যান্য হিসাব সমান হয়ে গেলে গোল পার্থক্যে এগিয়ে থাকা দল শেষ ষোলয় যাবে। এর পরও জটিলতা হলে কোন দল বেশি গোল করেছে, বেশি জয় পেয়েছে, ফেয়ার প্লের অবস্থান বিবেচনায় নেওয়া হবে। শেষ ষোল থেকে আট দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল।

আজ শুক্রবার রাতে ইতালির রোমে ইতালি ও তুরস্কের ম্যাচ দিয়ে ইউরো ফুটবলের ৬০তম আসরের উদ্বোধন। আগামী ২৩ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এরপর ২৬ জুন শুরু হবে নকআউট পর্ব। ২৯ জুন শেষ হবে নকআউট পর্বের রাউন্ড সিক্সটিন। আগামী ২ ও ৩ জুলাই কোয়ার্টার ফাইনাল, ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল ম্যাচ দুটি। লন্ডনের ওয়েম্বলিতে ১১ জুলাই ফাইনাল।

করোনার কারণেই অংশগ্রহণকারী দেশগুলোকে খুব বেশি ভ্রমণ করতে হবে না। দেশগুলো তাদের নিজ নিজ শহরে অনেক ম্যাচ খেলবে। ইংল্যান্ডের জন্য গ্রুপের ম্যাচগুলো রাখা হয়েছে লন্ডনে, জার্মানি খেলবে মিউনিখে, হাঙ্গেরি খেলবে তাদের শহর বুদাপেস্টে, ইতালির ম্যাচ রোমে, রাশিয়ার ম্যাচ সেন্ট পিটার্সবুর্গে, নেদারল্যান্ডসের আমস্টারডাম, লন্ডন, স্পেনের সেভিয়া, ডেনমার্ক খেলবে তাদের শহর কোপেনহেগেনে। রাউন্ড সিক্সটিন খেলা হবে স্কটল্যান্ডের গ্লাসগোয়। জার্মানির মিউনিখ, হাঙ্গেরির বুদাপেস্ট, ইতালির রোম, আজারবাইজানের বাকু এবং রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে হবে কোয়ার্টার ফাইনাল। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল এবং ১১ জুলাই ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলিতে।

এক নজরে কে কোন গ্রুপে রয়েছে-

এ গ্রুপে রয়েছে ইতালি, তুরস্ক, ওয়েলস ও সুইজারল্যান্ড।

বি গ্রুপে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া।

সি গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া

ডি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ও চেক প্রজাতন্ত্র

ই গ্রুপে রয়েছে স্পেন, সুইডেন, পোল্যান্ড ও স্লোভাকিয়া

এফ গ্রুপে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি

এএন/০৬