ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনে বাধা নেই

খেলা ডেস্ক


জুন ১১, ২০২১
০৩:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২১
০৩:০৫ অপরাহ্ন



ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনে বাধা নেই
দুটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট


ব্রাজিলে কোপা আমেরিকার ৪৭তম আসর আয়োজনে আর কোনো বাধা নেই। পূর্বঘোষিত নির্ধারিত সময়ে আগামী সোমবার ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।

ব্রাজিলে কোভিড-১৯ মহামারীর নাজুক পরিস্থিতির মাঝে কোপা আমেরিকার আয়োজন বন্ধ করার আদেশ চেয়ে করা তিন আবেদনের দুটি খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এতে বাংলাদেশ সময় আগামী সোমবার ১০ দলের প্রতিযোগিতাটি মাঠে গড়ানোর শঙ্কা অনেকটাই কেটে গেছে। তৃতীয় আবেদনটিও আদালত খারিজ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর। তবে কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়।

অবাক করার বিষয় হলো, যে কারণে আর্জেন্টিনা থেকে এবারের কোপা আমেরিকা সরিয়ে নেওয়া হয়েছে সেই কোভিড-১৯ এর প্রকোপ ব্রাজিলে আরও বেশি। স্বাগতিক দলসহ অন্যান্য কয়েকটি দলের খেলোয়াড়রাও এত খারাপ পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তে সমালোচনা করেছিলেন।

এএন/০৯