ক্রীড়া প্রতিবেদক
জুন ১১, ২০২১
০৮:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২১
০৮:২৪ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের উদ্বোধনী ম্যাচে তুরস্ককে হারিয়ে শুভ সূচনা করেছে ইতালি।
রোমের স্টাডিও অলিম্পিকে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়।
তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, একটির সঙ্গে অন্যটির ব্যবধান কাকতালীয়ভাবে ১৩ মিনিট! ৫৩ মিনিটে ডিফেন্ডার ডেমিরালের আত্মঘাতে গোলে পিছিয়ে পড়ে তুরস্ক। ৬৬ মিনিটে চিরো ইম্মোবিলে করেন ইতালির দ্বিতীয় গোল, ৭৯ মিনিটে ইতালির তৃতীয় গোলটি করেন লরেঞ্জো ইনসিনিয়ে।
ম্যাচে ইতালির গোলপোস্টে একটি শট নিতে পারেনি তুরস্ক। ম্যাচে তুরস্ক শট নিয়েছে মাত্র ৩টি। উল্টোদিকে ইতালির শট ২৪, এর ৮টি ছিল তুরস্কের গোলপোস্টে। বলের দখলেও দাপট ছিল ইতালিরই, ৬৪ শতাংশ।
রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার ছয় মাস পর কোচ রবের্তো মানচিনিকে দায়িত্ব দিয়েছিল ইতালি। যার হাত ধরে চিরায়ত রক্ষনাত্মক খেলার বাইরে এসে আধুনিক গতিশীল ফুটবল খেলছে দলটি। ফলে আজ অজেয় হয়ে উঠেছে ইতালি। ২০১৮ সালে নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে হারের পর হারেনি তারা। অপরাজেয় পথচলা বেড়ে দাঁড়ালো ২৮ ম্যাচে।
ইউরোতে আসার আগেই টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল দলটি।
এএন/০১