কোপা আমেরিকা : ভেনেজুয়েলা দলে করোনার হানা

খেলা ডেস্ক


জুন ১২, ২০২১
০১:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২১
০১:১৯ অপরাহ্ন



কোপা আমেরিকা : ভেনেজুয়েলা দলে করোনার হানা
উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষের ১২ জন আক্রান্ত


খেলোয়াড়দের প্রতিবাদের মুখে ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা দলে করোনায় হানা দিয়েছে। দলটির ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিল ও ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে উদ্বোধন হওয়ার কথা ৪৭তম কোপা আমেরিকার। 

এর মধ্যেই একটি বড় ধাক্কা খেল টুর্নামেন্টের আয়োজকেরা। উদ্বোধনী ম্যাচে খেলতে নামার মাত্র এক দিন আগে ভেনেজুয়েলা দলে ব্যাপকভাবে করোনা সংক্রমণের খবর মিলেছে। দলটির খেলোয়াড়সহ ১২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।  

এখনো পর্যন্ত তাঁদের পরিচয় জানানো হয়নি। তবে আক্রান্তদের মধ্যে খেলোয়াড় ও কোচিং স্টাফ থাকার কথা স্বীকার করা হয়েছে। গতকাল শুক্রবার কনমেবলের নেওয়া নমুনা পরীক্ষাতেই ১২ জনের করোনা ধরা পড়ে।

এএন/০৭