নর্থইস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২১
১০:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২১
১০:৫১ অপরাহ্ন



নর্থইস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে সভাটি ভার্চ্যুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।

সভায় যুক্ত ছিলেন, শিক্ষাবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডিন ও সব বিভাগীয় প্রধানসহ পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার সভায় সংযুক্ত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ের একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দকে সভায় সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।