খেলা চলকালে ঢলে পড়লেন এরিকসেন, ম্যাচ স্থগিত

খেলা ডেস্ক


জুন ১২, ২০২১
০৪:০১ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২১
০৪:১৮ অপরাহ্ন



খেলা চলকালে ঢলে পড়লেন এরিকসেন, ম্যাচ স্থগিত
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ডেনমার্ক-ফিনল্যান্ডের ম্যাচ চলছিল। গোলশূন্যভাবে এগুনো ম্যাচ ছিল প্রথমার্ধের শেষ দিকে। তখনই ঘটে আকস্মিক হৃদয় বিদারক ঘটনা। আচমকা মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন।

এরিকসেন মাটিতে লুটিয়ে পড়ায় দ্রুতই  ছুটে আসেন তার সতীর্থরা। প্রতিপক্ষ ফিনল্যান্ডের খেলোয়াড়রাও জড়ো হয়ে যান। ছুটে আসেন মেডিকেল স্টাফরা। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হতে থাকায় অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন ২৯ বছর বয়েসী এই মিডফিল্ডার। পরে আরেকটি টুইটে উয়েফা জানায়, হাসপাতালে নেওয়ার পর এরিকসেনের অবস্থা স্থিতিশীল আছে।  

ইন্টার মিলনের এই তারকার অবস্থা সংকটাপন্ন দেখে মাঝপথে স্থগিত করে দেওয়া হয়েছে ডেনমার্ক-ফিনল্যান্ড ফুটবল ম্যাচ। উয়েফা তাৎক্ষণিকভাবে টুইট করে জানিয়েছে, মেডিকেল ইমারজেন্সির জন্য কোপেনহেগেনের ম্যাচটি স্থগিত করা হলো। দুই দল ও ম্যাচ অফিসিয়ালদের নিয়ে জরুরি সভাও আহবান করেছেন উয়েফা।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, 'এরিকসেনের জন্য মেডিকেল জরুরী অবস্থার পরে, উভয় দল এবং ম্যাচের কর্মকর্তাদের সঙ্গে একটি সংকট সভা হয়েছে। খেলোয়াড়কে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। '

এর আগে এরিকসেনের এমন ঢলে পড়ার ঘটনায় স্তব্ধ হয়ে যান ম্যাচ অফিসিয়াল, খেলোয়াড় সকলে। খেলা দেখতে আসা দর্শকদের অনেককে কাঁদতে দেখা যায়। টুইটারে এরিকসেনের জন্য প্রার্থনার আহবান করছেন ভক্ত, সমর্থকরা। 

এএন/১০