সিলেট মিররকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


জুন ১৩, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০২:১১ পূর্বাহ্ন



সিলেট মিররকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

করোনা মহামারি পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতি। সে কারণেই হয়তো পরিচিত মুখগুলো এক হওয়ায় ছিল উৎসবের আমেজ। সেই আমেজ, জমে থাকা কথামালা আর নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সিলেটের পাঠকপ্রিয় দৈনিক সিলেট মিরর-এর প্রতিনিধি সম্মেলন।

আজ শনিবার (১২ জুন) নগরের রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সিলেটের চার জেলার বিভিন্ন উপজেলা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সিলেট মিরর-এর প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।

সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মিরর-এর প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট মিরর-এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর বলেন, ‘তিন যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা করছি। সে অভিজ্ঞতা থেকে একটি স্বপ্ন নিয়ে আমি সিলেট মিরর-এর সঙ্গে যুক্ত হয়েছি। আমি সবসময় চেয়েছি সিলেট থেকে জাতীয় মানের একটি পত্রিকা বের হোক। পত্রিকাটি সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে, বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রহণযোগ্য হবে। আমি আশা করি সিলেট মিরর-এর মাধ্যমে সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। গত তিন বছরে  নানা শ্রেণি-পেশার পাঠকের মতামত থেকে এমনটাই আমাদের ধারণা। তবে আমাদের আরও অনেকদূর এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার পথে আমাদের বড় ভরসা জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। আমি আপনাদের সবসময় সিলেট মিরর-এর পাশে দেখতে চাই।’

প্রতিনিধিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা প্রত্যেকেই ভালো সাংবাদিক। কিন্তু শেখার তো কোনো শেষ নেই। তাই আপনাদের প্রতিভাকে আরও শানিত করতে আমরা শিগগির সাংবাদিকতা বিষয়ে কর্মশালার আয়োজন করব। আমরা চাই সিলেট মিরর পত্রিকায় কাজ করার মাধ্যমে অনেক ভালো ভালো সাংবাদিক তৈরি হবেন। যারা পরবর্তীতে সততা নিয়ে সাংবাদিকতা করে যাবেন এবং আরও বড় বড় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন।’

অনুষ্ঠানে সিলেট মিরর এর প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট মিরর সিলেটের সবচেয়ে গ্রহণযোগ্য পত্রিকা হতে এসেছে, সিলেটের মাটি ও মানুষের মুখপত্র হতে এসেছে। সুতরাং পথ যতই কণ্টকময় হোক, যত প্রতিকূল হোক, সিলেট মিরর আছে এবং থাকবে।’ 

তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘সিলেট মিরর শুরু থেকেই চেয়েছে সিলেটের সবচেয়ে গ্রহণযোগ্য ও পাঠকপ্রিয় পত্রিকা হয়ে উঠতে। সেই পথে আমরা অনেকটা এগিয়েছি। আর এতে আপনাদের ভূমিকা অপরিসীম। আগামীতেও সিলেট মিররকে আরও গ্রহণযোগ্য ও পাঠকপ্রিয় করে তুলতে আপনাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। সেজন্য যত সহযোগিতা লাগে, তা নিয়ে আমরা আপনাদের পেছনে থাকব।’

তিনি আরও বলেন, ‘সিলেট মিরর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কখনও পক্ষপাতিত্ব করে না। গত তিন বছরে এটি প্রমাণ করেছি আমরা। সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আমরা পাঠকের আস্থা অর্জন করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’

সংবাদকর্মীদের সবার আগে নিজের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখার তাগাদা দিয়ে বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, ‘সত্য বা সংবাদ প্রকাশ করলে কারও না কারও স্বার্থ ক্ষুণ্ন হয়। সে কারণে আপনাদের সতর্কতার সঙ্গ কাজ করতে হবে। নিজের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। জীবনকে ঝুঁকির মুখে ফেলা ঠিক হবে না।’

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রতিনিধিরা নানা বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তার জবাবে সিলেট মিরর-এর প্রধান বার্তা সম্পাদক জিয়াউস শামস্ শাহীন বলেন, ‘সিলেট মিরর শুরু থেকেই নগরের পাশাপাশি মফস্বল, প্রত্যন্ত অঞ্চলের সংবাদকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে। আমরা সবসময় চেষ্টা করি উপজেলার সংবাদকে গুরুত্ব দিয়ে প্রকাশের। এটি অব্যাহত থাকবে আগামীতেও।’ 

সংবাদপত্র এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে সিলেট মিরর-এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের জুবের বলেন, ‘আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। অনেকটা পথ এগিয়েছিও। কিন্তু মহামারি করোনার কারণে নবীন পত্রিকা হিসেবে আমরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছি। তবে তার মধ্যেও আমরা থেমে নেই। আমি বিশ্বাস করি সিলেট মিরর তার কাঙিক্ষত লক্ষে দুদিন আগে-পরে পৌছবেই।’ আগামী ১০ জুলাই সিলেট মিরর-এর তৃতীয় বর্ষপূর্তি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা আমাদের পাঠকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে এসেছি। তৃতীয় বর্ষপূর্তিতে পাঠককে ভিন্ন কিছু উপহার দিতে আমরা কাজ করছি। আশা করি প্রতিবারের মতো এবারও তা পাঠক মহলে প্রশংসিত হবে।’



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মিরর-এর ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল ধর, বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ, বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ, নবীগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহীদ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রতিনিধি ফারহান মাসুদ আফসর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান নাঈম, বিয়ানীবাজার প্রতিনিধি শিপার আহমদ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান ডিউক, মাধবপুর প্রতিনিধি এস এম রাকিব, তাহিরপুর প্রতিনিধি আবির হাসান মানিক, কুলাউড়া প্রতিনিধি জিয়াউল হক জিয়া, মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল্লাহ হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি আসাদ মনি, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার, দিরাই প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা, রাজনগর প্রতিনিধি সৈয়দ ফুয়াদ হোসেন এবং ছাতক প্রতিনিধি মাহবুব আলম। 

এএফ/০২