শঙ্কামুক্ত এরিকসেন, শুরু হচ্ছে ম্যাচ

খেলা ডেস্ক


জুন ১৩, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



শঙ্কামুক্ত এরিকসেন, শুরু হচ্ছে ম্যাচ
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ


ডেনমার্কের প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরিকসেনের বাবাই সে খবর জানিয়েছেন বলে টুইটারে উল্লেখ করেন রোমানো।

এদিকে উয়েফা টুইট করে জানিয়েছে, এরিকসেন মাঠে হঠাৎ পড়ে যাওয়ার পর স্থগিত ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে আবার শুরু হবে। সে হিসেবে কিছুক্ষণ পরে শুরু হচ্ছে অসম্পন্ন ম্যাচটি।

‘দুই দলের খেলোয়াড়দের অনুরোধের পর ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচটি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম ২০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে) আবার শুরু করার ব্যাপারে সম্মত হয় উয়েফা’ – বিবৃতিতে লিখেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

পেনহেগেনে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যে শুরু হওয়া ম্যাচের ৪০ মিনিটে মাঠে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। মাঠে প্রায় ১৫ মিনিট চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা তখন ম্যাচ স্থগিত ঘোষণা করে।

এএন/0১