খেলা ডেস্ক
জুন ১২, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে চমক দেখাল ফিনল্যান্ড। প্রথমবারের মতো খেলতে এসেই হারিয়ে দিল সাবেক চ্যাম্পিয়ন ডেনমার্ককে। ম্যাচ চলাকালে প্রথমার্ধে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের হঠাৎ মাঠে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। উভয় দলের অনুরোধে ফের পুনরায় খেলা শুরু হয়। এমন ঘটনায় বহুল ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে ফিনল্যান্ড।
ডেনমার্ক ম্যাচ ড্র করার সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রাখলেও এরিকসেনের ঘটনায় স্বাগতিক খেলোয়াড়দের মনোবল নাড়িয়ে দিয়েছিল।
কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে ফিনল্যান্ডকে চেপে ধরে ডেনমার্ক। বল দখলে আধিপত্য করা স্বাগতিক দলটি খেলার বিপরীতে একটি গোল হজম করে বসে। যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। রাতের আরেক ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে রাশিয়াকে।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার রাশিয়ার মুখোমুখি হবে ফিনল্যান্ড। পরদিন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ডেনমার্ক।
এএন/০৩