সদর উপজেলার কাছে ৯-০ গোলে ধরাশায়ী সিসিক দল

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৩, ২০২১
০৭:৫০ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০৮:২৩ অপরাহ্ন



সদর উপজেলার কাছে ৯-০ গোলে ধরাশায়ী সিসিক দল
বঙ্গবন্ধু -বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলে অংশগ্রহণকারী সিলেট সদর উপজেলার বালিকা দল।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের সিলেট জেলা পর্যায়ের খেলায় সিলেট সদর উপজেলা দল ৩-০ গোলে হারিয়েছে সিলেট সিটি করপোরেশন দলকে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টাইব্রেকারে বালাগঞ্জ উপজেলা ৩-১ গোলে গোলাপগঞ্জ উপজেলাকে হারিয়েছে। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে সিলেট সদর উপজেলা দল ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)  দলকে। দিনের প্রথম ম্যাচে গোলাপগঞ্জ উপজেলা ১-০ গোলে হারিয়েছে বালাগঞ্জ উপজেলাকে।

বালক-বালিকার দু'টি ম্যাচে সিলেট সদর উপজেলার কাছে (৩+৬) ৯-০ গোলে ধরাশায়ী হয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) দল। সিটির বালক দল মাঠে লড়াই করে একাধিকবার গোল করার সহজ সুযোগ নষ্ট করে। তবে বালিকা দল প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি। এই জয়ে সিলেট সদর উপজেলা দল সরাসরি সেমিফাইনালে খেলবে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় উচ্ছ্বসিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহয়া মমতাজ ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম মালিক ইমন।

সোমবারের (১৪ জুন) খেলা

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে সকাল ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলা খেলবে জকিগঞ্জ উপজেলার বিরুদ্ধে। বিকেল ৫টায় বিয়ানীবাজার উপজেলার মুখোমুখি হবে কানাইঘাট উপজেলা।

বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা মোকাবেলা করবে জকিগঞ্জ উপজেলাকে। বিকেল সাড়ে ৩টায় বিয়ানীবাজার উপজেলার বিপক্ষে খেলবে কানাইঘাট উপজেলা।

এএন/১১