ক্রীড়া প্রতিবেদক
জুন ১৩, ২০২১
০১:১৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২১
০১:১৭ অপরাহ্ন
অবশেষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় পেল ইংল্যান্ড। ইউরোতে নিজেদের আগের নয় আসরে কখনও প্রথম ম্যাচে জয় পায়নি ইংল্যান্ড। পাঁচটি ড্রয়ের সঙ্গে ছিল চারটি হার।
মাহদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম ম্যাচে ইংল্যান্ডের জয় যেন ছিল এতদিন দূর আকাশের তারা। আজ রবিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে বহুল প্রতীক্ষিত জয় পায় ইংল্যান্ড। এই জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল গ্যারেথ সাউথগেটের দল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে দলের জয়সূচক গোলটি করেন রাহিম স্টার্লিং।
আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডি গ্রুপের অপর দু'দল চেক রিপাবলিক ও স্কটল্যান্ড মুখোমুখি হবে।
এএন/১২