ক্রীড়া প্রতিবেদক
জুন ১৩, ২০২১
০৪:৩০ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২১
০৫:৫৬ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নবাগত নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রিয়া।
রোমানিয়ার জাতীয় স্টেডিয়ামে রবিবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জেতে অস্ট্রিয়া। স্টেফান লাইনারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন গোরান পানদেভ। দ্বিতীয়ার্ধে মিচাইল গ্রেগোরিচের গোলে ২-১ এগিয়ে যায় অস্ট্রিয়া। ম্যাচের শেষ দিকে গোল করে ব্যবধান বাড়ান মার্কো আর্নাতোভিচ।
এর আগে দুইবার মহাদেশীয় প্রতিযোগিতাটিতে অংশ নিয়েও কোনো ম্যাচ জয় পায়নি অস্ট্রিয়ার। দুটিতে ড্র করেছিল, হেরেছিল চারটি। সপ্তম ম্যাচে এসে পেল জয়ের দেখা।
এএন/০২