ক্রীড়া প্রতিবেদক
জুন ১৪, ২০২১
০১:২৯ অপরাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২১
০১:২৯ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফেরাটা সুখকর হলো না স্কটল্যান্ডের। তাদের হারিয়ে শুভসূচনা করল চেক রিপাবলিক। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে আজ সোমবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে চেক রিপাবলিক। দুই অর্ধে একটি করে গোল করেন পাত্রিক শিক।
এর আগে দুই দলের চারবারের সাক্ষাতে তিনবার জিতেছিল চেক রিপাবলিক, অন্যটি হয়েছিল ড্র। এবারও জয় অধরাই থেকে গেল স্কটিশদের কাছে।
ম্যাচের দুই আর্ধের ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন শিক। ৫২ মিনিটে প্রায় ৫০ গজ দূর থেকে নেওয়া শটে দ্বিতীয় গোলটি করেন।
ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু ডি-বক্সে শিকের মতো একজন নিখাদ স্ট্রাইকারের অভাব তাদের ভুগিয়েছে। লিন্ডন ডাইকসের কারণে একের পর এক আক্রমণ ব্যর্থ হচ্ছিল। অবশ্য চেক গোলকিপার টমাস ভাসিলি্চক জীবনের অন্যতম সেরা খেলা উপহার দিয়েছেন আজ। ৩২ মিনিটে স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধে তো অন্তত তিনবার দলকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন ভাসিলিক।
এএন/০৭