বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কাপে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের জয়

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৪, ২০২১
০২:৪০ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২১
০৩:৩১ অপরাহ্ন



বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কাপে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের জয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) সিলেট জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

সোমবার (১৪ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচে কোম্পানীগঞ্জ উপজেলার মুখোমুখি হয় জকিগঞ্জ উপজেলা। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে জকিগঞ্জ উপজেলা ৪-৩ গোলে কোম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।

একই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কানাইঘাট উপজেলার মুখোমুখি হয় বিয়ানীবাজার উপজেলা। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে কানাইঘাট উপজেলা ৪-১ গোলে বিয়ানীবাজার উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।

এদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচে জকিগঞ্জ উপজেলার মুখোমুখি হয় কোম্পানীগঞ্জ উপজেলা। খেলায় জকিগঞ্জ উপজেলা ২-০ গোলে কোম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়। একই টুর্নামেন্টে দিনের দ্বিতীয় ম্যাচে বিয়ানীবাজার উপজেলা ২-০ গোলে কানাইঘাট উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮ টায় দিনের ফেঞ্চুগঞ্জ উপজেলা বনাম ওসমানীনগর উপজেলা এছাড়া বিকেল ৫টায় গোয়াইনঘাট উপজেলা বনাম এম-৭ বিজয়ী। এছাড়া বঙ্গমাতা কাপে মঙ্গলবার সকাল ১০ টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা বনাম ওসমানীনগর উপজেলা। বিকেল সাড়ে ৩ টায় দ্বিতীয় ম্যাচে জৈন্তাপুর উপজেলা বনাম এম-৭ বিজয়ী।

বিএ-১৫