আত্মঘাতী গোল আর লাল কার্ডে হারল পোল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৪, ২০২১
০৯:০১ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২১
০৯:০১ অপরাহ্ন



আত্মঘাতী গোল আর লাল কার্ডে হারল পোল্যান্ড
ইউরোপিয়ান চ্যাম্পিয়রশিপ ২০২০

এবারের ইউরোতে প্রথম লাল কার্ড পেলেন পোল্যান্ডের জেগোস ক্রিখোভিয়াক।


ইউরোপিয়ান চ্যাম্পিয়রশিপে আত্মঘাতী গোল আর লাল কার্ডে হারল পোল্যান্ড।  ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম জাতীয় দলে দেখাতে পারলেন না রবার্ট লেভানডোভস্কি। দলের সেরা তারকার বিবর্ণ দিনে পোল্যান্ডের বিপক্ষে জয় পেল স্লোভাকিয়া। ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানডোভস্কি।

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে গতকাল সোমবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্লোভাকিয়া। আত্মঘাতী গোলে পোল্যান্ড পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন কারল লিনাটতে। ১০ জনের দলে পরিণত হয়ে আর পেরে ওঠেনি তারা। স্লোভাকিয়ার জয়সূচক গোলটি করেন মিলান স্ক্রিনিয়ার।

আগের দুবারের মুখোমুখি লড়াইয়ে দুই দল জিতেছিল একটি করে। এবার এক ধাপ এগিয়ে গেল স্লোভাকিয়া। এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্টে দেখা হলো তাদের।

শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পোল্যান্ড। তাদের আক্রমণের ধারার বিপরীতে এগিয়ে যায় স্লোভাকিয়া। গোলটি পোলিশ গোলরক্ষকের আত্মঘাতী হলেও এর পুরো কৃতিত্ব রবের্ত মাকের। বাম প্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে কাছের পোস্টে নিচু শট নেন মাক। বল ঝাঁপিয়ে পড়া ভয়চেখ স্ট্যাসনির হাতে লেগে পোস্টে বাধা পেয়ে ফিরে তার পিঠে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধে ৬০ শতাংশ বলের দখলে রাখা পোল্যান্ড কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে তারা। গোছালো আক্রমণে সতীর্থের কাটব্যাক পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন লিনাটতে।

৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পোল্যান্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জেগোস ক্রিখোভিয়াক। সুযোগ কাজে লাগাতে সময় নেয়নি প্রতিপক্ষ। ৬৯ মিনিটে ডি-বক্সের মধ্যে স্ক্রিনিয়ার নেওয়া শট ডানে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি স্ট্যাসনি।

আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে স্লোভাকিয়া খেলবে সুইডেনের বিপক্ষে। পরের দিন পোল্যান্ডের প্রতিপক্ষ স্পেন।

এএন/০১