ওমানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক


জুন ১৪, ২০২১
০৯:১১ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২১
০৯:১১ অপরাহ্ন



ওমানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই


আজ মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে ০৪ ধাপ পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তারপরও শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা ওমানের কাছ থেকে পয়েন্ট আদায়ের প্রত্যাশা করছে জেমি ডের শিষ্যরা।

‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকায় তলানিতে আছে বাংলাদেশ। সাত ম্যাচের মাত্র দুটিতে ড্র করেছে তারা, হেরেছে বাকি পাঁচটি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ওমান আছে গ্রুপের দুইয়ে। দুদলের আগের দেখায় মাস্কটে স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

ওমানের বিপক্ষে একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ দলকে। হলুদ কার্ডজনিত কারণে খেলতে পারবেন না তিন ফুটবলার। তারা হলেন- অধিনায়ক জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ। চোট ছিটকে দিয়েছে মাশুক মিয়া জনিও। একই কারণে ইতোমধ্যে দেশে ফিরেছেন সোহেল রানা।

জামালের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করতে যাওয়া ডিফেন্ডার তপু বর্মণ ম্যাচের আগে বলেছেন, ‘কাতার ও আফগানিস্তানের বিপক্ষে ওমানের শেষ দুটি খেলা দেখেছি। সেখান থেকে তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো দেখেছি। তা নিয়ে কোচ আমাদের সঙ্গে কাজ করেছেন। তাদেরকে কীভাবে আমরা আটকাব, তাদের বিপক্ষে কীভাবে আক্রমণ করব, এগুলো নিয়ে অনেক কাজ করেছি। আমার মনে হয়, দলীয়ভাবে যদি ভালো পারফর্ম করতে পারি, অবশ্যই তাদের থেকে এক পয়েন্ট নিতে পারব।’

এএন/০২