স্পেন-সুইডেন সমানে সমান

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৪, ২০২১
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২১
০৯:২৬ অপরাহ্ন



স্পেন-সুইডেন সমানে সমান
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০


সুইডেনের বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল তিনবারের চ্যাম্পিয়নরা। স্পেন-সুইডেন লড়াই হলো সমানে সমান। সেভিয়ার লা কার্তুহায় সোমবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

পুরো ম্যাচে ৮৫ শতাংশ সময় বল স্পেন দখলে রাখার বিপরীতে দারুণ কিছু সুযোগ পেয়েছিল সুইডেনও। কিন্তু তারাও পায়নি জালের দেখা। 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্পেন দলে নেই অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুসকেটস। চোটের কারণে ইউরোর দলেই জায়গা পাননি সার্জিও রামোস। একই কারণে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেও ছিটকে যান সুইডেনের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করে স্লোভাকিয়া।

নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এর আগের দিন সেন্ট পিটার্সবুর্গে স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে সুইডেন।

এএন/০৩