খেলা ডেস্ক
জুন ১৫, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেই দুটি রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের শেষ দিকে গড়লেন আরেক ইতিহাস। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়ার দিনে ইউরোয় সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন এই পর্তুগিজ।
হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় প্রতিযোগিতার ‘এফ’ গ্রুপে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে রেকর্ডগুলো গড়েন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলে মেজর টুর্নামেন্টে রোনালদোর এটি ৩৯তম ম্যাচ। ছাড়িয়ে গেলেন জার্মানির সাবেক ফরোয়ার্ড বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ আসরে খেলার কীর্তি গড়লেন রোনালদো।
ম্যাচের শেষ ৫ মিনিটে দুই গোল করে রোনালদো ছাড়িয়ে গেলেন ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড। রোনালদোর সংখ্যা এখন ১১।
পাঁচ আসর মিলিয়ে ২২ ম্যাচে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো। ২০০৪ সালে নিজের প্রথম আসরে ২টি, ২০০৮-এ ১টি, ২০১২ ও ২০১৬ আসরে করেন ৩টি করে।
ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনি ৯ গোল করেছিলেন এক আসরেই, ১৯৮৪ সালে ৫ ম্যাচে।
ইউরোর পাঁচ ভিন্ন আসরে গোল করা একমাত্র ফুটবলারও রোনালদো। একাধিক আসরে অন্তত ৩ গোল করার একমাত্র কীর্তিও তার।
তার গোল করার ধরনেও আছে রেকর্ড। আগের ৯টির মতো এবারও ডি-বক্সের মধ্য থেকে জালে বল পাঠিয়েছেন, এর মধ্যে ৫টি হেডে। দুটিই রেকর্ড। গ্রুপ পর্যায়ে করেছেন তিনি সর্বাধিক ৮টি গোল।
ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দুটি ফাইনাল খেলা ৪৪ খেলোয়াড়ের একজন রোনালদো। তিনটি ফাইনাল খেলতে পারেননি কেউ। এবার সুযোগ তার সামনে। সবকিছু মিলিয়ে ইউরোর রেকর্ড এখন রোনালদোময় হয়ে উঠেছে।
এএন/০২