ক্রীড়া প্রতিবেদক
জুন ১৫, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২১
০৮:১০ অপরাহ্ন
জামার্ন ডিফেন্ডার ম্যাটস হামেলস বল ক্লিয়ার করতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদের জালে!
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ডেথ গ্রুপে থাকা জার্মানি প্রথম ম্যাচে দুর্ভাগ্যের শিকার হয়েছে। পুরো ম্যাচে ভাল খেলেও মাঠ ছাড়তে হয় পরাজয় নিয়ে। জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে জয় পায় ফ্রান্স। গোল পোস্টের সামনে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন হামেলস।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন এমবাপ্পে-বেনজেমা-গ্রিজমানরা। কিন্তু অফসাইডে করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পের দুটি গোল বাতিল হয়। একবার পোস্টে লেগে বল না ফিরলে ব্যবধান আরও বড় হতে পারত।
ছয় বছর পর ফ্রান্সের জার্সিতে ফেরা করিম বেনজেমা গোল করে ইউরোতে ফেরা রাঙাতে পারলেন না। তাঁর গোলটি বাতিল হয়েছে অফসাইডে। দারুণ শটে বল জালে জড়িয়ে এমবাপ্পে উল্লাসে মেতে ওঠার মুহূর্তে দেখেন রেফারি হাত উঁচিয়ে দাঁড়িয়ে। অফসাইডে বাতিল হয় এমবাপ্পের গোল।
ম্যাচের ২০ মিনিটে পল পগবা পাস দেয় জার্মানি বক্সের বাঁ দিকে থাকা ফরাসি লেফটব্যাক হার্নান্দেজকে। তাঁর গতিময় ক্রসের উদ্দেশ্য ছিল পোস্টের কয়েক গজ সামনে ছুটে আসতে থাকা এমবাপ্পের দিকে। কিন্তু হামেলস তা হতে দিতে চাননি। পা বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর পায়ে লেগে বল ঢুকে যায় জার্মানিরই জালে!
দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে।
নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার জার্মানির মাঠে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে হাঙ্গেরি।
এএন/০৩