খেলা ডেস্ক
জুন ১৫, ২০২১
০৮:১৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২১
০৮:২০ অপরাহ্ন
লাতিন আমেরিকার মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকা চলাকালে করোনাভাইরাসের
আক্রান্ত হয়েছেন ৪১ জন। এর মধ্যে খেলোয়াড়, স্টাফ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন ২৯২৭টি পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৩১ জন। যেখানে ভেনেজুয়েলার খেলোয়াড় ছিল ৮ জন। গত দুই দিনে সে সংখ্যাটা বেড়েছে। আক্রান্ত ৪১ সদস্যের মধ্যে খেলোয়াড় ও স্টাফদের সংখ্যা ৩১ জন। এর সঙ্গে টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরও ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। জানা গেছে এ ১০ জন ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচের দায়িত্বে থাকা কর্মী।
ভেনেজুয়েলার খেলোয়াড়দের আক্রান্তের পর বলিভিয়ার তিন খেলোয়াড় করোনা আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই তাই কোপা আমেরিকার এবারের আসর নিয়ে উদ্বেগ আরও বেড়েছে অংশগ্রহণকারী গুলোর। বিশেষকরে জৈব সুরক্ষা বলয়ে থাকার পরও আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে দলগুলোর মধ্যে।
বর্তমানে ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি চরমে পৌঁছেছে। এ ভাইরাসে আক্রান্তে হয়ে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছে দেশটিতে।
এএন/০৪