প্যারাসুটে নামলেন দুইজন, ভাঙল ক্যামেরা, আহত দর্শক

খেলা ডেস্ক


জুন ১৬, ২০২১
১২:২০ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২১
১২:২৭ অপরাহ্ন



প্যারাসুটে নামলেন দুইজন, ভাঙল ক্যামেরা, আহত দর্শক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে মাঠ থেকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি - টুইটার।


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানি ও ফ্রান্স ম্যাচ শুরুর আগমুহূর্তে প্যারাসুটে দুই আন্দোলনকারী হাঠাৎ নামলেন মাঠে। তাদের আঘাতে আহত হলেন বেশ ক'জন দর্শক ও সম্প্রচারকর্মী। ভাঙে ক্যামেরা। 

জার্মানি ও গোটা বিশ্বে পরিচিত একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অনেক বছর ধরে প্রতিবাদ জানিয়ে আসছে ‘গ্রিনপিস’ নামক একটি সংস্থা। আর সেই প্রতিবাদের মাশুল দিলেন জার্মানি ও ফ্রান্স ম্যাচ দেখতে আসা কয়েক জন ফুটবলপ্রেমী, সম্প্রচারকর্মী ও ক্যামেরা।

মঙ্গলবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ‘গ্রিনপিস’এর দুই আন্দোলনকারী প্যারাসুটে চেপে মাঠে নামেল তাঁদের সেই প্যারাসুটে লেখা ছিল ‘কিক আউট অয়েল’। আহত ফুটবলপ্রেমীদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই দুই আন্দোলনকারীকে শ্রীঘরে নিয়ে যাওয়া হয়েছে।

মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় তখন দুই দল মাঠে নেমে গা গরম করতে শুরু করে দিয়েছে। রেফারি বাঁশি বাজালেই শুরু হয়ে যাবে কিক অফ। ঠিক সেই সময় এই বিপত্তি ঘটে। সেই দুই আন্দোলনকারী তাঁদের প্যারাসুটে চেপে মাঠে নেমে পড়েন। তাঁদের প্রতিবাদ জানানোর জন্য দুজন নিরীহ মানুষ গুরুতর আহত হয়েছেন। কয়েকটা ক্যামেরা ভেঙে গিয়েছে। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের কয়েক জন কর্মীও জখম হয়েছেন।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://twitter.com/i/status/1404881529335996418

এএন/০৬