সুইজারল্যান্ডকে উড়িয়ে নকআউটে ইতালি

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৭, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন



সুইজারল্যান্ডকে উড়িয়ে নকআউটে ইতালি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

মূল একাদশে জায়গা পেয়েউ জোড়া গোল করে ম্যাচ সেরা লোকাতেল্লি। ছবি-টুইটার


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে ইতালি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে।  অপর গোলটি করেন লাৎসিও স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। 

রোমের স্টাডিও অলিম্পিকোতে টানা জয়ে সবার আগে ইতালি নিশ্চিত করেছে নকআউট পর্ব।
ভেরাত্তি অসুস্থতায় মূল একাদশে জায়গা পেয়ে দুর্দান্ত খেলছেন লোকাতেল্লি। ইউরোর দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করে হলেন ম্যাচ সেরা।

শুরু থেকেই আগের ম্যাচের মতো দাপট দেখাতে শুরু করে দলটা। তবে সুইজারল্যান্ডও পিছিয়ে ছিল না। ম্যাচের ২৭ মিনিটে বেরার্দির দুর্দান্ত এক পাসে গোল করেন লোকাতেল্লি।

ম্যাচের ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান লোকাতেল্লি। এরপর ইতালিকে চেপে ধরেও সুবিধা করতে পারেনি সুইসরা। ৮৯ মিনিটে গোল করে ইতালির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলেন ইম্মোবিলে।

এএন/০৩