মধ্যরাতে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

খেলা ডেস্ক


জুন ১৭, ২০২১
০৮:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
০৮:৪১ পূর্বাহ্ন



মধ্যরাতে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল


বিশ্বকাপ বাছাই মিশন শেষে বুধবার (১৬ জুন) মধ্য রাতে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় রাত আড়াইটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জামাল ভূঁইয়ারা।

দেশে ফিরে নিজ বাসায় তিন দিনের কোয়ারেন্টাইন করবেন ফুটবলাররা। ফুটবলারদের অনেকেই থাকতে পারেন ক্লাবে। বিদেশি কোচিং স্টাফ অবশ্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন তিন দিন।

বাফুফে ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২২ জুন থেকে পুনরায় লিগ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়া, দেশে ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা বসার করার কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। 

এএন/০৪