খেলা ডেস্ক
জুন ১৭, ২০২১
০৮:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
০৮:৫৬ পূর্বাহ্ন
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের বিচ্ছেদ হলো সার্জিও রামোসের। মাদ্রিদিস্তাদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটা নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দুই পক্ষ। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, "রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে, বৃহস্পতিবার ১৭ জুন স্থানীয় সময় সাড়ে বারোটার দিকে আমাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে আমাদের অধিনায়ক সার্গিও রামোসের বিদায় পূর্ব অনুষ্ঠান হবে। "
শেষ হওয়া মৌসুমের শুরু থেকেই কিছুটা ইনজুরিতে ভুগছিলেন রিয়াল মাদ্রিদের নিয়মিত অধিনায়ক রামোস। যে কারণে, পুরো মৌসুম তার সার্ভিস পায়নি লস ব্লাঙ্কোরা। চুক্তির মেয়াদ শেষ হতে থাকলেও, ক্লাব থেকে কোন প্রস্তাব না পাওয়ায় হতাশ ছিলেন তিনি। পরে ক্লাব কর্তৃপক্ষ নতুন চুক্তির আহ্বান জানালেও, সেখানে একমত হতে পারেনি দুই পক্ষ। রামোস দুই বছরের চুক্তি চাইলেও, ক্লাব থেকে মাত্র ১ বছরের জন্য প্রস্তাব দেয় তাকে, সঙ্গে বেতন কমানো হয় ১০ শতাংশ। তাই অনেকটা বাধ্য হয়েই ১৬ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন রামোস।
২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর এখন পর্যন্ত ৪৬৯টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে গোল আছে ৭২টি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মতের মিল না হওয়ায় এর আগে ক্লাব ছেড়েছেন কোচ জিনেদিন জিদানও।
সার্গিও রামোস একজন ডিফেন্ডার হিসেবে খেলে থাকলেও, সমানভাবে একজন ব্যাকের দায়িত্বও পালন করতে পারেন। অনেকের মতে রামোসকে শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। তিনি পাসিং এবং গোল করার ক্ষমতার জন্য প্রশংসিত হয়েছেন। ফিফপ্রো বিশ্বকাপ একাদশে নয়বার যুক্ত হয়েছেন,যা কোনো রক্ষণভাগের খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ এবং সর্বোপরি তৃতীয় সর্বোচ্চ। উয়েফা টিম অফ দ্য ইয়ারে ছিলেন ৮ বার, তাও একজন রক্ষভাগের খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ । লা লিগা শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড় হয়েছেন রেকর্ড ৫ বার।
এএন/০৫