মেসিডোনিয়াকে হারিয়েছে ইউক্রেন

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৮, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন



মেসিডোনিয়াকে হারিয়েছে ইউক্রেন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আজকের (বৃহস্পতিবার) প্রথম ম্যাচে ইউক্রেন ২-১ গোলে হারিয়েছে নর্থ মেসিডোনিয়াকে। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া নর্থ মেসিডোনিয়া দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে। কিছুটা সফল হলেও হার এড়ানো যায়নি। তবে এই জয়ে পরের রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন। 

রোমানিয়ার বুখারেস্টে  ‘সি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের ইয়ারমোলেঙ্কোর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রোমান ইয়ারেমচুক। দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে ব্যবধান কমান মেসিডোনিয়ার আলিওস্কি।

আগামী সোমবার একই মাঠে ইউক্রেন গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

এএন/০৬