ডেনমার্ককে হারিয়ে নকআউটে বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৮, ২০২১
০৫:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২১
০৫:৫৩ পূর্বাহ্ন



ডেনমার্ককে হারিয়ে নকআউটে বেলজিয়াম
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

ডেনমার্কের অসুস্থ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে সম্মান জানাতে মাঠের সবাই দাঁড়িয়ে দশ মিনিট করতালি দেন।


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউটে খেলা নিশ্চিত করল বেলজিয়াম। আসরের অন্যতম ফেবারিট দলটির কাছে লড়াই করে ২-১ গোলে হেরেছে ডেমার্ক। প্রথম ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রাশিয়াকে। আর নিজেদের প্রথম ডেনমার্ক ১ গোলের ব্যবধানে হেরেছিল ফিনল্যান্ডের কাছে। 

বেলজিয়ামের হয়ে গোল দু'টি করেন থরগান হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনা। ম্যাচের শুরুর দুই মিনিটে গোল ডেনমার্ককে এগিয়ে দিলেও জয়ের স্বাদ পাননি ইউসুফ পোলসেন।

ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েছিল ডেনমার্ক। পরের ১৭ মিনিটে বদলে যায় ম্যাচের ফলাফল। এই সময়ে করা দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

বেলজিয়ান কোচ বিরতির পর মাঠে নামান দলের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা। তারে মাঠে নামানোর পর পাল্টে যায় ম্যাচের ধরন। লুকাকু-ডি ব্রুইনার জাদুতে ৫৪ মিনিটে হ্যাজার্ড পরিবারের ছোটজন থরগান হ্যাজার্ডের গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

এরপর নামানো হয় থরগানের বড় ভাই, রিয়াল মাদ্রিদ তারকা এডেন হ্যাজার্ডকে। তাঁর পাস থেকে ৭০ মিনিটে জয়সূচক গোলটি করেন ডি ব্রুইনা।

এদিকে, ডেনমার্কের অসুস্থ মিডফিল্ডার, ক্রিস্টিয়ান এরিকসেনকে সম্মান জানাতে ঠিক দশ মিনিট মাঠের সবাই দাঁড়িয়ে করতালি দিতে থাকেন। ফলে দুর্দান্ত এক ঘটনার সাক্ষী হয় ইউরো ২০২০।   

প্রথম ম্যাচে ডেনমার্ক তাদের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান এরিকসেনকে খেলার মাঠ থেকে হারিয়েছে। মাঠেই এরিকসেনের জীবন পড়েছিল সংশয়ে। যার প্রভাব পড়েছিল ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলে। সে ম্যাচে ১-০ গোলে হারে ডেনমার্ক। টানা দুই ম্যাচ হারলেও ডেনমার্কের বিদায় এখনও নিশ্চিত হয়নি। আগামী সোমবার তারা রাশিয়ার মুখোমুখি হবে। ওই ম্যাচে রাশিয়াকে হারাতে পারলে ডেনমার্ক খেলতে পারে নকআউটপর্বে। তবে ওইদিন ফিনল্যান্ড হারতে হবে বেলজিয়ামের কাছে।

এএন/০১