অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৮, ২০২১
১২:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২১
১২:২৬ অপরাহ্ন



অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

পেনাল্টি থেকে নেদারল্যান্ডেরে প্রথম গোল করার পর মেম্ফিস ডিপাইয়ের উচ্ছ্বাস।


এক ম্যাচ হাতে রেখেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলয় নাম লেখাল নেদারল্যান্ডস। ম্যাচে বল দখলের হিসাব অস্ট্রিয়াকে এগিয়ে থাকলেও গোল করার ক্ষেত্রে পিছিয়ে ছিল। আমস্টারডাম অ্যারেনায় গত রাতে ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। 

জয় নিয়ে অবশ্য কখনোই খুব একটা শঙ্কায় থাকতে হয়নি নেদারল্যান্ডসের সমর্থকদের। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন মেম্ফিস ডিপাই। দ্বিতীয় গোলটি ৬৭ মিনিটে করেছেন রাইট উইংব্যাক ডেনজেল ডুমফ্রিস।

গ্রুপের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। গ্রুপের আগের ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে ৩-১ গোলে হারানো অস্ট্রিয়ার এখনো শেষ ষোলোতে যাওয়ার আশা বেশ ভালোভাবেই বেঁচে আছে। আগামী সোমবার ইউক্রেনের বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও সুযোগ থাকবে গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারে থেকে শেষ ষোলোতে খেলার।  

এএন/০২