রানারআপ পেরুকে উড়িয়ে দিল চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৮, ২০২১
১২:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২১
১২:৫১ অপরাহ্ন



রানারআপ পেরুকে উড়িয়ে দিল চ্যাম্পিয়ন ব্রাজিল
কোপা আমেরিকা


কোপা আমেরিকার গত আসরের রানারআপ পেরুকে উড়িয়ে দিল চ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা ধরে রাখার অভিযানে পেল টানা দ্বিতীয় জয়।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছিল দলটি।

শুরুতেই আলেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে একটি করে গোল করেন এভারটন রিভেইরো ও রিশার্লিসন। 

গত আসরের দুই ফাইনালিস্টের লড়াইয়ে সত্যিকারের প্রথম সুযোগেই এগিয়ে যায় ব্রাজিল। দ্বাদশ মিনিটে দারুণ ভলিতে গোল করেন সারেন সান্দ্রো। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল।  

ম্যাচের কিছুটা সময় ব্রাজিলকে বেশ চাপে রাখে পেরু। তবে ঠাণ্ডা মাথায় সব আক্রমণ রুখে দেয় স্বাগতিকরা। এর মধ্যে ৩৯ মিনিটে কর্নারের বিনিময়ে পেরুর একটি চেষ্টা ঠেকিয়ে ব্রাজিলের ত্রাতা দানিলো। আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের শুরু থেকে জমে উঠে ম্যাচ।  

রেফারি ব্রাজিলকে একটি পেনাল্টি দিলেও ভিএআরে তা বাতিল হয়ে যায়। 

৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই পিএসজি তারকা নেইমার। নেইমারের এটি দেশের হয়ে ৬৮তম গোল।

৮৯ মিনিটে রিশার্লিসনের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এভারটন রিভেইরো। ব্রাজিলের হয়ে এটাই তার প্রথম গোল। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান রিশার্লিসন। ফিরমিনোর শট গোলরক্ষক পা দিয়ে ফিরিয়ে দিলে বল পান এভাটনের এই ফরোয়ার্ড। তার প্রথম শটও ফিরিয়ে দেন পেরুর এক খেলোয়াড়। ফিরতি বল জালে পাঠান রিশার্লিসন। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

গ্রুপের আরেক ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভেনেজুয়েলা।

এএন/০৩