খেলা ডেস্ক
জুন ১৮, ২০২১
০১:৫০ অপরাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২১
০১:৫০ অপরাহ্ন
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নেতৃত্ব পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলো। ক্লাবটির নেতৃত্ব ১১৭ বছর পর কোনো বিদেশি ফুটবলারের কাঁধে উঠছে। ১৯০৪ সালের পর এই প্রথম কোনো বিদেশি খেলোয়াড় নেতৃত্ব দিতে যাচ্ছে রিয়ালকে।
সার্জিও রামোস রিয়াল থেকে বিদায় নেওয়ার পর তার উত্তরসূরি হিসেবে ক্লাবটি অধিনায়ক বানিয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলোকে। ১১৭ বছর আগে সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিদেশি অধিনায়ক ছিলেন গুয়েতেমালার ফুটবলার ফেডেরিকো রেভুয়েলতো। ফেডেরিকোর পর থেকে এতদিন স্প্যানিশ এই ক্লাবের নেতৃত্ব দিয়ে এসেছেন স্পেনেরই কোনো না কোনো ফুটবলার।
রিয়াল মাদ্রিদের ঐতিহ্য হচ্ছে, নেতৃত্বের জন্য এমন একজনকে বেছে নেওয়া, যিনি দীর্ঘদিন ক্লাবের প্রথম একাদশের ফুটবলার। রামোসের বিদায়ের পর এই কৃতিত্বটি এখন শুধুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলোর। ১৫ বছর ধরে ক্লাবের হয়ে খেলছেন তিনি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ইতি টেনেছেন সার্জিও রামোস। গতকঅল বৃহস্পতিবার প্রিয় ক্লাবকে বিদায় বলতে গিয়ে রামোসের চোখ ভিজে গেছে। কণ্ঠ ভারী হয়ে উঠেছে। আবারও দেখা হওয়ার বার্তা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার।
২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ৪৬৯টি ম্যাচ খেলেছেন রামোস। গোল করেছেন ৭২টি। ২০১৫ সালে ইকার ক্যাসিয়াসের পর দলকে নেতৃত্ব দেন সার্জিও রামোস। গত ৬টি মৌসুমে তার নেতৃত্বে ১২টি ট্রফি জিতে রিয়াল। এরমধ্যে রয়েছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
এএন/০৫