ক্রীড়া প্রতিবেদক
জুন ১৯, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
এই মুহূর্তে কে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো- এই বিতর্ক চলছে কয়েক বছর ধরে। এমন বিতর্কের মধ্যেই নিজেকে সেরা প্রমানের লড়াইয়ে রয়েছেন ফুটবলের দুই মহাতারকা। নিজ নিজ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা খেলছেন জাতীয় দলের হয়ে।
ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ শনিবার কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে নামছেন এই দুই মহাতারকা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে নামছে মেসির আর্জেন্টিনা। রাত ১০টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে জার্মানির মোকাবেলা করবে রোনালদোর পর্তুগাল।
উরুগুয়ে বরাবরই আর্জেন্টিনার কাছে কঠিন গাঁট। প্রায় পাঁচ বছর আগে শেষ বার উরুগুয়েকে হারিয়েছিল দলটি। শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯-এর নভেম্বরে। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল। এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই চিলের কাছে আটকে গিয়েছে মেসিরা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিযোগিতায় এটা উরুগুয়ের প্রথম ম্যাচ।
জার্মানির বিরুদ্ধে পর্তুগাল বরং অনেক আত্মবিশ্বাসী হয়ে নামছে। প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন রোনালদো। অন্যদিকে, জার্মানি প্রথম ম্যাচে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে।
এএন/০৮