ক্রীড়া প্রতিবেদক
জুন ১৯, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন
এমিল ফর্সবার্গের গোলে স্লোভাকিয়াকে হারায় সুইডেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আজকের (শুক্রবার) প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডিটা লড়াই করেছে দুই দল। শৈষ পর্যন্ত স্পটকিকে ম্যাচের ব্যবধান গড়ে দিলেন এমিল ফর্সবার্গ। তার একমাত্র গোলেই স্লোভাকিয়াকে হারিয়ে নক আউট পর্বের আশা বাঁচিয়েঢ রাখল সুইডেন।
রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ‘ই’ গ্রুপের ম্যাচ ১-০ গোলে জিতেছে সুইডেন। আগের ম্যাচে তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে সুইডেন খেলবে পোল্যান্ডের বিপক্ষে। ওই দিন স্লোভাকিয়ার প্রতিপক্ষ স্পেন।
এএন/১০