ক্রীড়া প্রতিবেদক
জুন ১৯, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
সিলেট জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট সদর উপজেলা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জৈন্তাপুর উপজেলা।
আজ শুক্রবার (১৮ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। বালকদের ফাইনাল খেলায় সিলেট সদর উপজেলা ৪-২ গোলে বিশ্বনাথ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকাদের ফাইনালে জৈন্তাপুর উপজেলা ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, পিপিএম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ার সাদাত, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এম এ সাত্তার, যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সমর চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক আহমদ ও মো. সিরাজ উদ্দিন, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এইচ এম মালীক ইমন, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন গোয়াইনঘাট উপজেলার কেন মাওলং স্যামসং, ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন সিলেট সদর উপজেলা দলের সজিব আহমদ, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কানাইঘাটের আবরার।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকাতে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন জৈন্তাপুর উপজেলা দলের মনি রানী নাথ, ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন বিয়ানীবাজারের ইমা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন জৈন্তাপুরের শাহানা বেগম।
আরসি-১১