শেষ ষোলোর পথে চেক প্রজাতন্ত্র

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৯, ২০২১
১০:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
১০:৫৭ পূর্বাহ্ন



শেষ ষোলোর পথে চেক প্রজাতন্ত্র
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

পেনাল্টি থেকে গোল করেও দলকে জিতাতে পারেননি প্যাট্রিক শিক।


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর পথে এগিয়ে গেল চেক রিপাবলিক। গ্রুপপর্বের দুইটি ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ৪। গ্রুপের শেষ ম্যাচে হারলেও গ্রুপের সেরা তিনে থেকে শেষ ষোলোয় খেলার স্বপ্ন দেখতে পারে দলটি। আর জয় বা ড্র করতে পারলেতো গ্রুপ চ্যাম্পিয়ন বা রানারআপ হয়ে উঠতে পারে পরবর্তি রাউন্ডে।

গতকাল শুক্রবার ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্রের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থাকায় পরের পর্বে যাওয়া ওঠা কঠিন হয়ে গেল গত বিশ্বকাপের রানারাআপ দলটির। দুই ম্যাচ শেষে ক্রোয়েশিয়া ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। চেক প্রজাতন্ত্র ৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। স্কটল্যান্ডের সঙ্গে ড্র করায় সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

ম্যাচের প্রথমার্ধে চেক রিপাবলিককে এগিয়ে দেন প্যাট্রিক শিক। দেজান লভরেন ফাউল করেন চেক প্রজাতন্ত্রের ফুটবলারকে। পেনাল্টি থেকে গোল করেন শিক। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেওয়া হয়।

দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান ইভান পেরিসিচ। বিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। পাঁচ বছর আগেও ইউরো কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সে বারও ম্যাচ ড্র হয়েছিল। সেই ম্যাচেও গোল করেছিলেন পেরিসিচ।

এএন/০১