ক্রীড়া প্রতিবেদক
জুন ১৮, ২০২১
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২১
১১:৪৩ অপরাহ্ন
স্কটল্যান্ডের গোলমুখে ইংল্যান্ডের একটি আক্রমন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্কটল্যান্ড। প্রতিবেশি দেশটির উজ্জীবিত পারফরম্যান্সের কারণে নিজেদের মাঠেও জিততে পারেনি গ্যারেথ সাউথগেটের দল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ে ওয়েম্বলিতে বড় কোন টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করল স্বাগতিকরা। এর আগে অনুষ্ঠিত ১১টি ম্যাচের ৮টিতে জিতেছিল ইংল্যান্ড। বাকি তিনটি ছিল ড্র।
শুক্রবার পুরো ম্যাচে গোলের উদ্দেশে ইংল্যান্ড ৯টি ও স্কটল্যান্ড ১১ শট নিলেও কেউ জালের লাগাল পায়নি।
গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ ড্র করে গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়া।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেক প্রজাতন্ত্র। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ১ পয়েন্ট করে নিয়ে ক্রোয়েশিয়া তিনে ও স্কটল্যান্ড চারে আছে।
শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।
এএন/০২