ইংলিশ ফুটবলারের গোলে জিতল চিলি

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৯, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন



ইংলিশ ফুটবলারের গোলে জিতল চিলি

বলিভিয়ার বিপক্ষে গোল করার পর বেন বেরেটনের উদযাপন।


এক ইংলিশ ফুটবলারের গোলে কোপা আমেরিকায় বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে চিলি। যে রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জাতীয় দলের গোল পায়নি, সে রাতে এক ইংলিশ ফুটবলার গোল করলেন অন্য মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে!

এই জয়ে 'এ' গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিলি। উরুগুয়েকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে শীর্ষে। 

আর্জেন্টিনার বিপক্ষে আগের ম্যাচে চিলির হয়ে বেঞ্চ থেকে অভিষেক ঘটে বেন বেরেটনের। আজ মূল একাদশের হয়ে অভিষেকেই ম্যাচের ১০ মিনিটে গোল করেন তিনি। পুরো ম্যাচে কয়েকবার করা বলিভিয়ান আক্রমণ চিলির রক্ষণভাগে এসে থমকে গেছে।

বেরেটনের বাবা ইংরেজ, মায়ের জন্ম চিলিতে। মায়ের জন্মসূত্রে চিলি জাতীয় দলে খেলার ডাক পান ২২ বছর বয়সী এ স্ট্রাইকার। অল্প বয়সে তাঁর মা আন্দ্রেয়া ইংল্যান্ডে চলে আসেন কাজের জন্য। সেখানে পুলিশবিভাগে কর্মরত মার্টিনের সঙ্গে পরিচয় থেকে প্রণয়। মার্টিন ইংল্যান্ডের ডিস্ট্রিক্ট ফুটবল লিগেও খেলতেন। ১৯৯৯ সালে ইংল্যান্ডে স্টোক-অন-টেন্টে বেরেটনের জন্ম। 

স্টোক সিটির বয়সভিত্তিক দলে বেড়ে উঠেন বেরেটন। ইংলিশ প্রিমিয়ার লিগে থাকতে ১৬ বছর বয়সী বেরেটনকে ছেড়ে দেয় তারা। নটিংহাম ফরেস্ট ঘুরে ২০১৯ সালে তিনি যোগ দেন দ্বিতীয় বিভাগের দল রোভার্সে। এর আগে ২০১৭ অনূর্ধ-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংলিশ তারকা ফুটবলার রিচি জেমস, ম্যাসন মাউন্টদের সতীর্থ ছিলেন তিনি। সেবার ইংল্যান্ডের হয়ে শিরোপাও জিতেন। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। কিন্তু মাউন্ট, জেমসরা ইংল্যান্ড দলে খেললেও বেরেটন রয়েছেন চিলির জাতীয় দলে!

একই রাতে মাউন্ট-জেমসরা স্কটল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও কিছুক্ষণ পর মাঠে নেমে চিলির হয়ে গোল করেন বেরেটন। 

এএন/০৩