গোল পাননি মেসি, জিতল আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৯, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন



গোল পাননি মেসি, জিতল আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে গোল করার পর গিদো রদ্রিগেজের উদযাপন।


কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। খেলা শেষে জয়ের হাসি নিওনেল মেসিদের মুখেই। বি গ্রুপের ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তাঁরা।

১৩ মিনিটের মাথায় গোল করেন গিদো রদ্রিগেজে। বলটি বানিয়ে দিয়েছিলেন অধিনায়ক মেসি। আন্তর্জাতিক মঞ্চে প্রথম বার গোল করলেন রিয়াল বেটিসে খেলা এই মিডফিল্ডার। শনিবার ভোরে লড়াই ছিল লুইস সুয়ারেজ বনাম মেসির। ২ জনের কেউই স্কোরকার্ডে নাম তুলতে পারেননি। বার্সেলোনায় খেলা এক সময়ের ২ সতীর্থ তাঁরা। গোল করতে পারলেন না কেউই। ব্যর্থ হলেন এডিনসন কাভানিও।

চিলির বিপক্ষে আগের ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছিলেন লিওনেল মেসি। তারপরও জয় পায়নি আর্জেন্টিনা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আজ (শনিবার) ভোরে উরুগুয়ের বিপক্ষে মেসিকে নিরাশ হতে হয়নি। এবার গোল না পেলেও গোলের পথ দেখিয়ে দলকে জিতিয়েছেন। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে হার মানতে হয় অস্কার তাবারেজের দলকে।

এএন/০৪