বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৯, ২০২১
০১:৫০ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
০১:৫০ অপরাহ্ন



বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে গোল করার পর আতিলা ফিওলার উদযাপন।


বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি। শিরোপাধারী পর্তুগালের সঙ্গে না পারলেও ফ্রান্সকে আটকে দিয়ে তুলে নিল মূল্যবান একটি পয়েন্ট।

হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আজ (শনিবার) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে আতিলা ফিওলার গোলে এগিয়ে থেকে বড় কিছুর স্বপ্নই দেখতে শুরু করেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়ানো ফ্রান্স। অঁতোয়ান গ্রিজমানের গোলে হার এড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের ইউরোতে ফ্রান্স-জার্মানি-পর্তুগালের মৃত্যুকূপে থাকা অন্তত একটা পয়েন্টের ক্ষুধা ছিল হাঙ্গেরির। ক্ষুধার্ত হাঙ্গেরিই আজ ইউরোতে ছোটখাটো অঘটন ঘটিয়ে দিল! তাদের সামনে থেকে আজ আর জিতে যেতে পারল না বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। 

অঘটনের প্রকৃতিটা আরও বড় হওয়ারও শঙ্কা ছিল ৬৫ মিনিট পর্যন্ত। ম্যাচে বলের দখল, গোলের সুযোগ সবদিক থেকেই এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু শতভাগ পূর্ণ গ্যালারির সমর্থনে পুষ্ট হাঙ্গেরির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। 

এএন/০৫