ক্রীড়া প্রতিবেদক
জুন ১৯, ২০২১
০৭:০৯ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০৭:১০ অপরাহ্ন
পর্তুগালের রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে জার্মানি।
পর্তুগালের জোড়া গোলে (আত্মঘাতি) জয় পেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জার্মানি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানি ৪-২ গোলে হারিয়েছে পর্তুগালকে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছিল জার্মানি। এই হার মৃত্যুকূপ' এফ গ্রুপে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের শেষ ম্যাচে জীবন-মরণ লড়াইয়ে ফেলে দিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে তাদের মোকাবেলা করতে হবে শেষ ষোলোয় এক পা দিয়ে রাখা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।
জার্মানির মিউনিখে অ্যালিয়ান অ্যারেনা স্টেডিয়ামে গতকাল শুনবার ম্যাচের শুরু থেকেই পর্তুগালের রক্ষণে একের পর আক্রমণ চালায় স্বাগতিকরা। প্রথম ১০ মিনিটে বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোল পায়নি। ৫ মিনিটের সময় রবিন গোয়েসেনস পর্তুগালের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু পর্তুগালের খেলোয়াড়দের আপত্তির কারণে ভিএআরের সাহায্য নেন রেফারি। টিভি রিপ্লেতে দেখা যায় বল গোসেনসের কাছে আসার আগে টমাস মুলারের হাতে লেগেছিল। রেফারি সেটিকে হ্যান্ডবল দিয়েছেন।
ম্যাচের ১৫ মিনিটে জার্মানির একের পর এক আক্রমণের বিপরীতে গোল পেয়ে যায় পর্তুগাল। রোনালদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। জার্মানির বিপক্ষে পঞ্চম ম্যাচে সিআর সেভেনের প্রথম গোল। আন্তর্জাতিক ফুটবলে যা ১০৭তম। আর ৩টি গোল করলে রোনালদো ছাড়িয়ে যাবেন আলী দাইয়িকে (১০৯ গোল)। পর্তুগালের অপর গোলটি করেন ডিয়গো জোতা।
রোনালদো গোল করায় কিছুটা এলোমেলো হয়ে যায় জার্মানি। তবে কিছুক্ষণ পরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৩৫ থেকে ৩৯ মিনিট এই চার মিনিটে দুটি আত্মঘাতী গোল হজম করে ২-১-এ পিছিয়ে পড়ে পর্তুগাল। আত্মঘাতী গোল করেন রুবেন দিয়াস ও গুয়েরেইরো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে পর্তুগালই এক ম্যাচে দুটি আত্মঘাতী গোল হজমের রেকর্ড। এছাড়া জার্মানির কাই হাভার্টজ ও গোসেনস একটি করে গোল করেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়নদের এক ম্যাচে ৪ গোল খাওয়ার রেকর্ড গড়ল পর্তুগাল।
ফরোয়ার্ডদের ব্যর্থতা আর পর্তুগালের গোলকিপার রুই প্যাট্রিসিওর প্রতিরোধে ব্যবধান আর বাড়াতে পারেনি জার্মানি।
এএন/০১