ক্রীড়া প্রতিবেদক
জুন ২০, ২০২১
০৪:৫৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
০৪:৫৭ পূর্বাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পায়নি তিনবারের চ্যাম্পিয়নস স্পেন। অপেক্ষাকৃত দুর্বল পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। মূলত দুর্দান্ত গোল করে স্প্যানিশদের আটকে পোল্যান্ডকে এক পয়েন্ট এনে দিলেন অধিনায়ক লেওয়ানডস্কি। এদিন ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি পায় স্পেন। লা-রোজার হয়ে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন মোরাটা। একটা সময় মনে হচ্ছিল, পোল্যান্ডের বিরুদ্ধে অনায়াসেই জিতবে স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধে স্প্যানিশদের থেকে অনেক বেশি জয়ের খিদে দেখা গেল পোলিশদের মধ্যে। যার ফলও মিলল ম্যাচের ৫৪ মিনিটে। দুর্দান্ত গোল করে পোল্যান্ডকে সমতায় ফেরালেন অধিনায়ক লেওয়ানডস্কি। এরপর আর কোনও গোল হয়নি ম্যাচে।
আগের ম্যাচে রেকর্ড সংখ্যক পাস করেও গোলমুখ খুলতে পারেনি স্পেন। তাদের ডুবিয়েছে স্ট্রাইকারদের ব্যর্থতা। পোল্যান্ডের বিরুদ্ধেও একই সমস্যায় ভুগতে হল তিনবারের চ্যাম্পিয়নদের। ওপেন প্লে থেকে তো বটেই, পেনাল্টি থেকেও গোল করতে পারলেন না স্পেনের দুই প্রথম সারির স্ট্রাইকার। ম্যাচের ৫৬ মিনিটে স্পেনের পাওয়া পেনাল্টি কিক প্রথমে গোলপোস্টে মারেন জেরার্ডো মোরেনো। রিবাউন্ডে ফাঁকা গোলে বল ঠেলে দেওয়ার সুযোগ পেয়েও নষ্ট করলেন মোরাটা। শুধু পেনাল্টি কিক নয়, এর আগেও একটি সহজ গোল করার সুযোগ নষ্ট করেছেন মোরেনো। সুযোগ নষ্ট করেছেন মোরাটাও। তাছাড়া, উদ্দেশ্যহীন ভাবে ভুরি ভুরি পাস করার পুরনো রোগ তো আছেই। সব মিলিয়ে ইউরোর দ্বিতীয় ম্যাচেও খোলস ছেড়ে বেরতে পারল না তিনবারের চ্যাম্পিয়নরা।
এই মুহূর্তে ইউরোতে সবচেয়ে জমজমাট লড়াই হচ্ছে ই গ্রুপে। কারণ, অন্য গ্রুপগুলি থেকে নক-আউটে কারা খেলতে পারে, তার মোটামুটি একটা আভাস পাওয়া গেলেও এই গ্রুপে এখনও কোনও ইঙ্গিতই মিলছে না। এই মুহূর্তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইডেন। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৩। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে স্পেন তৃতীয় স্থানে। নক-আউটে যেতে হলে শেষ ম্যাচ জিততেই হবে তাঁদের। পোল্যান্ড ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। শনিবারের ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় গ্রুপপর্ব থেকে এখনও বাদ পরেনি তাঁরা।
আগামী বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ স্লোভাকিয়া। একই সময়ে পোল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে।
এএন/০২