অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি

ক্রীড়া প্রতিবেদক


জুন ২০, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
০৭:৪২ অপরাহ্ন



অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি
৮২ বছর আগের রেকর্ড স্পর্শ


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইতালি। একই সঙ্গে ৮২ বছরের আগের একটি রেকর্ডেও ভাগ বসাল রবার্তো মানচিনির শিষ্যরা। তাদের কাছে হারলেও পরের পর্বের নকআউট নিশ্চিত ওয়েলসের। একই সময়ের আরেক ম্যাচে তুরস্ককে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখল সুইজারল্যান্ড। আর প্রথম দল হিসেবে শূন্য হাতে বিদায় নেয় তুরস্ক।

গতকাল রবিবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষদিকে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মাত্তেও পেসসিনা। তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে আসর শুরুর পর একই ব্যবধানে তারা হারিয়েছিল সুইজারল্যান্ডকে। 

১৯৩৫ সালের নভেম্বর থেকে ১৯৩৯ সালের জুলাইয়ের মধ্যে টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। গ্যারেথ বেল-অ্যারন রামসেরদের হারিয়ে সেই স্মরণীয় কীর্তি স্পর্শ করেছে তারা। এই নিয়ে টানা ১১ ম্যাচে কোনো গোল হজম করেনি আজ্জুরিরা। এবারের ইউরোতে তিন ম্যাচে ৭ গোল করে নিজেদের জাল অক্ষত রেখেছে মানচিনির শিষ্যরা।

তবে ওয়েলস পুরো ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি। ম্যাচের ৫৫ মিনিটের সময় বিতর্কিত লাল কার্ড দেখে রেকর্ডের পাতায় ঠাঁই নেন ডিফেন্ডার ইথান আমপাডু। ইউরোতে এত কম বয়সে (২০ বছর ২৭৯) লাল কার্ড পাননি আর কেউ। প্রায় ৪০ মিনিট ওয়েলস ১০ জন নিয়ে খেললেও ইতালি আর ব্যবধান বাড়াতে পারেনি। 

এএন/০১