মোহামেডানের ১২ জন ফুটবলার করোনায় আক্রান্ত

খেলা ডেস্ক


জুন ২১, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন



মোহামেডানের ১২ জন ফুটবলার করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ পুনরায় শুরু হওয়ার কথা ২৫ জুন থেকে। এর চারদিন আগেই বড় এক ধাক্কা আসল। প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ১২ জন ফুটবলার, অস্ট্রেলিয়ান কোচ শেন লী এবং বলবয়-সহ মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘লিগ পুনরায় শুরুর আগে আমরা দলের সবাইকে করোনা পরীক্ষা করাই। গতকাল ও আজ রিপোর্ট আসে। সব মিলিয়ে আমাদের ১৭ জন পজিটিভ হয়েছেন।’

হঠাৎ এত সংখ্যক পজিটিভ হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মোহামেডানের এই পরিচালক, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন ও ক্লাব টেন্ট পরিচালনা করেছি। এরপরও কিভাবে এত সংখ্যক পজিটিভ শনাক্ত হলো বিষয়টি বোধগম্য না।’  

পজিটিভ যেহেতু হয়েই গেছে এখন অতি সতর্কতায় সাদাকালো ক্লাব, ‘ক্লাব টেন্টে বহিরাগতের প্রবেশ আপাতত নিষিদ্ধ হচ্ছে। ইতোমধ্যে ফুটবলারদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের এমনিতে তেমন শারীরিক জটিলতা নেই।’ -বলেন প্রিন্স 

সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকাতেও এক দলের দশের অধিক পজিটিভের খবর এসেছে। এরপরও টুর্নামেন্ট চলেছে। ২৫ জুন ঢাকা আবাহনী ও মোহামেডানের ম্যাচ হওয়ার কথা। এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তো নয়-ই, নিজেদের ম্যাচগুলো আরো পিছিয়ে দেওয়ার জন্য ফেডারেশনকে অনুরোধ করবে মোহামেডান, ‘আমাদের ক্লাবের সভাপতি ও ফুটবল কমিটি আলোচনা করে চিঠি তৈরি করেছি। আগামীকাল ফেডারেশনে জমা দেব। আমরা এই ফুটবলারদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে চাই। এরপর লিগে ফিরতে চাই।’ 

মোহামেডানের এই চিঠি বাফুফে কতটুকু আমলে নেয় এবং করোনার তৃতীয় ধাপে লিগ কিভাবে শুরু করে সেটা দেখার বিষয়। 

২৫ জুন লিগ শুরুর আগে বড় ধাক্কা খাচ্ছে বাফুফের প্রিমিয়ার লিগ কমিটি। আজ সরকার থেকে মুন্সিগঞ্জ ও গাজীপুরে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এই দুটি লিগের অন্যতম ভেন্যু। বর্ষা মৌসুমে এক বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলিয়ে ৫ আগস্টের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে মাঠ বুঝিয়ে দেয়ার আরকেটি ডেডলাইন রয়েছে। এর মধ্যে মোহামেডানের ফুটবলারদের এই অবস্থা লিগের ভবিষ্যতকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। 

আরসি-০৫