নেদারল্যান্ডসের তিনে তিন!

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২১
০৭:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৭:৫৮ অপরাহ্ন



নেদারল্যান্ডসের তিনে তিন!

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতে জয় নিয়েই ইউরোর পরের পর্বে খেলতে যাচ্ছে নেদারল্যান্ডস। সোমবার (২১ জুন) ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে দেয় ডাচরা। গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় খেলবে ফ্রাঙ্ক ডি বোয়েরের দল।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় নেদারল্যান্ডসের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন জর্জিনিয়ো ভেইনালডাম। অন্য গোলটি মেমফিস ডিপাইয়ের।

এদিন একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারায় অস্ট্রিয়া। সুবাদে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর শেষ ষোলোর টিকিট পায় দলটি। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ইউক্রেন। তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের ধাপে যাওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

এদিকে প্রথম দুই ম্যাচে হেরে নর্থ মেসিডোনিয়ার আশা আগেই শেষ হয়ে যায়। এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের পাওয়ার ছিল একটাই, শেষটা অবিশ্বাস্য কিছু করে রাঙানোর। কিন্তু তেমন কিছু করার সুযোগ দেয়নি প্রতিপক্ষ।

যদিও দুবার নেদারল্যান্ডসের জালে বল পাঠিয়েছিল মেসিডোনিয়া। কিন্তু দুবারই তাদের গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। পরে ১২ হাজার দর্শকের উপস্থিতিতে হওয়া ম্যাচে নিজেদের গুছিয়ে নিয়ে দারুণ নৈপুণ্য মেলে ধরে ডাচরা। ম্যাচ শেষ করে বড় জয়ে।

আরসি-০৭