ইউক্রেনকে হারিয়ে ইতিহাস গড়ল অস্ট্রিয়া

ক্রীড়া প্রতিবেদক


জুন ২২, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন



ইউক্রেনকে হারিয়ে ইতিহাস গড়ল অস্ট্রিয়া
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

কর্নার থেকে পাওয়া বলটি টুকা দিয়ে ইউক্রেনের জালে পাঠান বাউমগার্টনার।


ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল অস্ট্রিয়া। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। অন্যদিকে অস্ট্রিয়ার কাছে এই হারে শঙ্কায় পড়ে গেছে ইউক্রেনের শেষে ষোলোর ভাগ্য। ইউক্রেনের  কোচ আন্দ্রেই শেভচেঙ্কো হারের জন্য দায়ী করছেন প্রথমার্ধে খেলোয়াড়দের 'শিশুতোষ' ভুলের। একই সঙ্গে তিনি বলেছেন, প্রতিপক্ষের শারীরিক শক্তির ফুটবলের কাছে অসহায় হয়ে পড়েছিল তাঁর খেলোয়াড়েরা।

ম্যাচের ২১ মিনিটে অস্ট্রিয়ার জয়সূচক গোলটি করেন ক্রিস্টোফ বুমগার্টনার। অস্ট্রিয়ার কাছে হারের পর ৩ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের তৃতীয় স্থানে থাকা ইউক্রেন সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ম্যাচ শেষে শেভচেঙ্কো বলেছেন, 'শারীরিক দিক থেকে ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। আমরা সব ক্ষেত্রেই দেরি করেছি। আমরা এর জন্য তৈরি ছিলাম না। এমনকি আমরা ম্যাচে ছিলামই না। আমরা আসলে এমন ফুটবল খেলতে চাইনি।'

অথচ ইউক্রেনকে ঘিরে এবার দলটির সমর্থকদের অনেক আশা ছিল। বাছাইপর্বে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে মূলপর্বে উঠেছে ইউক্রেন। এমনকি পর্তুগালের চেয়ে ৩ পয়েন্ট বেশি পেয়েছিল তারা। সেই দলই কি না হেরে গেল অস্ট্রিয়ার মতো একটি দলের কাছে।

এএন/০১