ভিদালের আত্মঘাতী গোলে হার এড়ায় উরুগুয়ে

ক্রীড়া প্রতিবেদক


জুন ২২, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন



ভিদালের আত্মঘাতী গোলে হার এড়ায় উরুগুয়ে
কোপা আমেরিকা ২০২১

উরুগুয়ে সমতায় ফেরে চিলির মিডফিল্ডার ভিদালের আত্মঘাতী গোলে।


এবারের কোপা আমেরিকায় আর্তুরো ভিদালের আত্মঘাতী গোলেই প্রথম পয়েন্ট পেল উরুগুয়ে। গত রাতে চিলির বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দু'টি গোলই করেন চিলির ফুটবলাররা। 

দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে ম্যাচের ২৬ মিনিটে ভারগাসের গোলে এগিয়ে যায় চিলি। 

উরুগুয়ে সমতায় ফেরে ৬৬ মিনিটে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ফাকুন্দো তোরেসের দূরপাল্লার একটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো।  কর্নার থেকে ভেসিনোর হেড চলে যায় সুয়ারেজের দিকে। সুয়ারেজকে আটকাতে গিয়ে তাঁর সঙ্গে থাকা ভিদাল আগেই শট নেন। সেই শট থেকে বল জড়ায় চিলির জালে। ভিদালের আত্মঘাতি গোলেই সমতায় ফিরে উরুগুয়ে পায় ১ পয়েন্ট।

এরপর দুই দলই বেশ কিছু এলোমেলো আক্রমণ করলেও গোল করতে পারেনি।

এএন/০২